সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: স্ত্রী কে হত্যার দায়ে ঘাতক স্বামী জয়দেব বর্মন(৩৫)কে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা সাজা দিয়েছে।
আজ রবিবার দুপুরে দায়রা জজ মিজানুর রহমান আদালতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামী জেলা সদরের পূর্ব হিরামানিক গ্রামে মৃত মনিদেব ওরফে মনেন্দ্র নাথ রায়ের পুত্র জয়দেব বর্মন। মামলাটিতে সরকার পক্ষে আইনজীবি ছিলেন পিপি এ্যাডঃ আকমল হোসেন ও বিবাদি পক্ষে আইনজীবি ছিলেন, এ্যাডঃ মোঃ আজিজুল ইসলাম দুলাল।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৭ জুলাই পিসির বাড়িতে বেড়াতে যাওয়া স্ত্রীকে স্বামী জয়দেব বর্মন নিজবাড়িতে নিয়ে যাওয়ার পথে জেলা সদরের বড়বাড়ি বুড়িমারী মহা সড়কে (৯৭ কিঃমিঃ মাইল পোস্টের) রাত ৮ টায় স্ত্রী নিরিমা ওরফে লিমাকে গালায় ওড়না প্যাঁচিয়ে হত্যা করে। হত্যার পর নিহত স্ত্রীর লাশ বুকে জড়িয়ে ধরে সেখানে অপক্ষে করতে থাকে। এব পর্যায়ে ঘুমিয়ে পড়ে। পর দিন ১৮ জুলাই ভোর বেলা টহল ডিউটিরত পুলিশ লাইনের এসআই মোঃ মুনছুর আলী হাই বুকে জড়িয়ে ধরে রাখা স্বামী- স্ত্রীকে উদ্ধার করে। উভয়কে হাসপাতালে নিলে চিকিৎসক স্ত্রী নিরিমাকে মৃত ঘোষনা করে। স্বামী তার স্ত্রীকে পারিবারিক কলোহের কারণে হত্যার ঘটনাটি সেই দিন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিেিস্ট মেহেদী হাসান মন্ডলের আদালতে ১৬১ ধারায় স্বীকার উক্তি রেকর্ড করে। এই মামলার তদন্ত দায়িত্ব পুলিশ পরিদর্শক মাহমুদুর নবীর উপর ন্যাস্ত ছিল। পরবর্তীতে বিসারা রির্পোট এলে গত ২০১৮ সারের ১৪ এপ্রিল মামলার চার্জ গঠন করে চার্চশিট দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষ এই মামলায় ৩০ জন স্বাক্ষীর স্বাক্ষী প্রমাণ ও জেরা করে। আদালত ২০১৮ সালের ১১ নভেম্বর মামলাটি আমলে নিয়ে অভিযোগ গঠন করে।
দৈনিক দেশতথ্য//এল//