রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালীঃ দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশককে হুমকির অভিযোগে পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান এর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।
দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশক গোলাম সরোয়ার বাদলকে ঠ্যাং উপরে উঠিয়ে পিটানোর হুমকির অভিযোগে তিনি ২০ জানুয়ারি শনিবার রাতে সদর থানায় এ সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ১০৩৯।
ইতোমধ্যে এবিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।
১৯ জানুয়ারী শুক্রবার পৌরসভার সামনে জেলা রিক্সাচালক ইউনিয়নের অফিস উদ্বোধন অনুষ্ঠানে এমন বক্তব্যর ১১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফেইসবুকে kamrul islam নামের একটি আইডিতে পোস্ট করার যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় যে,১১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিওটির ১০ মিনিট ৪ সেকেন্ডের সময় জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান তার বক্তব্য বলেন, একটা কুচক্রি মহল আমাদের ক্ষতি করছে পটুয়াখালীবাসীকে। সেটা হলো মেয়র বাদলকে আপনার সবাই চেনেন। একটা মিটিংয়ে আমি বলেছিলাম। আমার যদি ক্ষমতা থাকতো তাইলে ওর ঠ্যাং উপরে উঠিয়ে আমি পিটাইতাম। এ সময় উপস্থিত সকলে ঠিক ঠিক বলে চিৎকার করে। ওই ভিডিওতে তিনি আরো বলেন আমাদের কিছু খারাপ কুচক্রি নেতা আছে। যারা টাকার বিনিময় বিক্রি হয়ে যায়। তারা খারাপ লোক গুলারে স্থান দেয়।
এ বিষয়ে দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশক গোলাম সরোয়ার জানান, সন্ত্রাসীর কাজ হুমকি দিবে চেয়ার আছে হুমকি দিবে কিছু করার আছে আমার। আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যা করার তাই করবে। জিডি করেছি। এছাড়া তো আমার করার কিছুই নাই।
এ বিষয়ে পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, হামলার হুমকি না এটা, গোলাম সরোয়ার বাদলের সম্পর্কে কি আপনি জানেন? সে কি করে তার সম্বন্ধে জানেন সব ইতিহাস? সে কতদিনে কতো টাকার মালিক হয়েছে? এবং সে পটুয়াখালীর কি ক্ষতি করেছে? এগুলো সব তথ্য জানবেন এইগুলো জানার জন্য আপনার যদি টাকা লাগে আমি টাকা ইনভেস্ট করবো আপনার পেছনে, যে পটুয়াখালীর একটা ক্ষতিকারক লোক তার জন্য এতো ইন্টারেস্ট হয়ে আপনি আমাকে ফোন দিয়েছেন তার সম্বন্ধে সব কিছু জানবেন প্রয়োজনবোধে আমার কষ্টে উপার্জিত টাকা আপনাকে দিবো,তারপর আপনি আমাকে জানাবেন। ১৩ টা ব্রিজ আসছিল ওর কারণে সেটি সরে গেছে। ও কতো লুটপাট করেছে পটুয়াখালীতে তা জানবেন, ওর উত্থানটা কিভাবে এতো সকালে হলো, সেটাও আমরা জানতে চাই,ও কি করে এখন সেটাও আমরা জানতে চাই। আপনি ওর সব সম্বন্ধে আমাকে জানাবেন ও কয়টা খুন করেছে সেটাও জানবেন । আপনি ক্যামেরা নিয়ে আসবেন আমি আপনার সামনে বসে বলব সব। আমি তো বলি নাই ওকে মারবো যদি ক্ষমতা থাকতো তাহলে ওর মতো লোক পটুয়াখালীর যে ক্ষতি করেছে সেই জন্য ওরে পেটানো উচিত সেটা বলেছি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ ডায়রীর কথা স্বীকার করে জানান, এটি ( সাধারণ ডায়েরি ) আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করবো। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post