Print Date & Time : 24 August 2025 Sunday 4:28 pm

স্পিডবোট দুর্ঘটনায় ২ জন নিখোঁজ, আহত ৭

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বালু ভর্তি বোট ও স্পিডবোটের মুখোমুখী সংঘর্ষে সাতজন আহত এবং দুইজন নিখোজের খবর পাওয়া গেছে।

গত শুক্রবার (০৪ নভেম্বর) বিকাল আনুমানিক ২.২০ টার দিকে রাঙ্গামাটি জেলার শীজুক থেকে ছেড়ে আসা স্পিডবোট এবং রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা বালু ভর্তি বোটের সাথে মুখ মুখী সংঘর্ষ হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, লংগদু উজেলাে কাট্টতলী এলাকার গাছ টিলা নামক স্থানে উক্ত দুর্ঘটনায় স্পিডবোটের ড্রাইবার সহ মোট নয় জন যাত্রী ছিলো তার মধ্যে ৭ জন আহত এবং লিটন চাকমা (২০), পিতা মুক্ত লাল চাকমা, গ্রাম ক্যাংড়াছড়ি, বাঘাইছড়ি এবং এলিনা চাকমা (২০), পিতা সুরুত চাকমা, গ্রাম হাজাছড়া সুবলং বরকল, দুজনই শীযক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বোট চালক নজরুল ইসলাম বলেন, আমি বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্পিডবোট টি আমার বোটের কাছাকাছি, ফলক পড়তেই এসে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। স্পিডবোট চালক হিমেল চাকমা বলেন, হঠাৎ আমার চোখে কিছু পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি তখনই মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যায়।

লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমীন বলেন, ঘটনা স্থানে আমরা আমাদের পুলিশ নিয়ে সাথে সাথেই উপস্থিত হই। রাঙামাটি থেকে ডুবরি দল এসে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২০২২//