কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এনামুল হক মনজু’ র প্রচারণা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৮ ডিসেম্বর ) সন্ধ্যা ছয়টার দিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউনিয়নের সাওতা কারিগরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এনামুল হক মনজু’ র প্রচারণায় রিকশাচালক ফয়েজ বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর জন্য বের হয় । সন্ধ্যা ৬ টার দিকে সাওতা কারিগর পাড়া বাজারে পৌঁছালে তাকে ৭/৮ টি মোটরসাইকেল নিয়ে ১৫/২০ জন যুবক তকে চারপাশ থেকে ঘিরে ধরে। মোটরসাইকেল থেকে নেমে চড় থাপ্পড় লাথি মারে এবং শর্ট গান দিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়। স্থানীয়দের সহযোগিতায় সে কোনরকম ওই স্থান থেকে পালিয়ে আসে।প্রতিবেদক ফয়সাল চৌধুরীকে রিকশাচালক ফয়েজ বলেন,বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মনজু’র প্রচারণায় সাওতা কারিগর পাড়া বাজার নামক স্থানে মাইক ও পোস্টার নিয়ে পৌঁছালে আমাকে ৭/৮ টা মোটরসাইকেল নিয়ে আনুমানিক ১৫/২০ জন যুবক চড় থাপ্পড় লাথি মারে।শটগান দিয়ে গুলি করে আমাকে হত্যার হুমকি দেয়। স্থানীয়দের সহযোগিতায় আমি কোন রকম প্রাণে বেঁচে ওই স্থান পালিয়ে আসি। তাদের মোটরসাইকেলে নৌকার চেয়ারম্যান প্রার্থী মনির হাসান রিন্টুর ফ্ল্যাগ লাগানো ছিল। কয়েকজন কে আমি চিনতে পারি। তারমধ্যে একজন চাপড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল আলম খোকন। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি হামলাকারীরা সকলের যুবলীগের নেতা-কর্মী। আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ এনামুল হক মনজু বলেন,ঘটনাটি শোনার পর আমি কুমারখালী থানার ওসিকে জানিয়েছি ও নির্বাচন কমিশনারকে বিষয়টি অবহিত করি।এই ধরনের অনাকাঙ্ক্ষিত ন্যক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।আমি আশা করি অপ্রীতিকর ঘটনা আর যাতে না হয় প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।আসলে নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে আগে বুঝে গেছে আমার জয় কোন ভাবে তারা রুদ্ধ করতে পারবে না। এইজন্য এই ধরনের হামলা চালায় প্রতিপক্ষ।

Print Date & Time : 25 August 2025 Monday 5:25 am