Print Date & Time : 4 May 2025 Sunday 10:55 am

স্বতন্ত্র সেজে নৌকাকে পরাজিত করলো বিএনপি

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে গতকাল বৃহস্পতিবার বেসরকারি ফলাফলে বিএনপির দলীয় সমর্থিত প্রার্থী নাজমুল হুদা লিমন (ঘোড়া মার্কা) নিয়ে বিজয়ী হয়েছে।

তিনি ৮হাজার ৯শত ৫২ভোট পেয়েছে। তার নিকটতম আওয়ামীলীগের  প্রার্থী এস এম আশরাফুল হক মিঠু (নৌকা) পেয়েছেন ২ হাজার ৭শত ৪৬ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ একরামুল হক (হাতপাখা) ৪শত ৯৬ ভোট।

সতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান (মোটর সাইকেল) ৬৪ ভোট পেয়েছে। ইউনিয়নের মোট ১০টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। চলতি বছরের ১১ আগস্ট চেয়ারম্যানের মৃত্যুতে পদটি শূন্য হয়। মোট ভোটার সংখ্যা ২১হাজার ৮শত ২২জন। ১১হাজার ২০জন পুরুষ ও ১০হাজার ৮শত ২জন মহিলা।

বি//দৈনিক দেশতথ্য//৪ নভেম্বর, ২০২২//