হেফাজত ইসলাম বাংলাদেশের নেতারা গত মঙ্গল বার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে তারা পাঁচ টি দাবি পেশ করেছেন।
হেফাজত ইসলাম বাংলাদেশের নেতারা জানিয়েছেন, সিনিয়র নায়েবে আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ও হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল মঙ্গবার (২৮ জুন) সচিবালয়ে
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঘন্টাব্যাপী বৈঠক করেছেন। এসময় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৫ দফা দাবি তুলে ধরেছেন। ওই প্রতিনিধি দলে ছিলেন, নায়েবে আমীর মাওলানা ফুরকানউল্লাহ্ খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, ঢাকা মহানগর সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী ও ঢাকা মহানগর সেক্রেটারি মুফতী কিফায়াতুল্লাহ আযহারী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনাদের কয়েকজন নেতা কারাগারে অসুস্থ হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে আমি বিষয়টির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবো। গণকমিশনের শ্বেতপত্র বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এর কোন কার্যকারিতা নেই এবং এটা আর অগ্রসর না হওয়ার প্রতিশ্রুতি দেন।
সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই নেতা কর্তৃক মানবতার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাঃ-কে কটূক্তির বিষয়ে মন্ত্রী বলেন, আপনারা প্রতিবাদ জানিয়েছেন, আমরাও এই ঘটনায় ব্যথিত হয়েছি। ঐ সময়টায় আমি অসুস্থ ছিলাম। আপনাদের দাবি আমি প্রধানমন্ত্রীর কাছে পৌছাবো। এবং শিক্ষা আইন-২০২২ এর খসরা কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তির জন্য আল হাইয়াতুল উলায়ার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করার পরামর্শ দেন।
এ সময় আইন শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ মন্ত্রণালয়ের অনেক দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২৯ জুন-২০২২//