পিরোজপুরের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ স্বরূপকাঠি পৌর ভবনে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
স্বরূপকাঠির মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, বলদিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান অসিম আকন, সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিরা রানী চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, কাউন্সিলর মো: নুরুল ইসলাম প্রমূখ।
তিনি নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব শিকদারের কবর জিয়ারত করতে এসেছিলেন। এরপর আকস্মিকভাবে স্বরূপকাঠি পৌরসভা ভবনে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় তিনি বলেছেন, “আপনারা সবাই বলেছেন, মহিউদ্দিন মহারাজ এমপি হলে অবহেলিত নেছারাবাদ উপজেলার রাস্তাঘাট সহ অবকাঠামগত উন্নয়ন হত। আপনারা সে কথা যদি মনেপ্রাণে বিশ্বাস করেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার কাছে আমার কথা তুলে ধরবেন। নেত্রী আমাকে দল থেকে মনোনয়ন দিলে আমি পিরোজপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ নির্বাচন করব। নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচিত হব। এটা আমার শতভাগ বিশ্বাস। কারণ বিগত জেলা পরিষদ নির্বাচনে আপনারা সেই ভালোবাসার প্রতিফলন ঘটিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন।
তিনি আরো বলেন এ আসন থেকে আমি সহ পাঁচজন আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি বলে শুনেছি। তাই আমি সহ দলের এই পাঁচ ব্যক্তির মধ্যে যে ব্যক্তি দলীয় মনোনয়ন নিয়ে আসবেন আমরা তার পক্ষে নির্বাচন করব। জননেত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করে ভালবেসে দলীয় মনোনয়ন দিবেন আমরা তার হয়ে কাজ করে পূনরায় নৌকা মার্কাকে বিজয়ী করব।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৯,২০২৩//