Print Date & Time : 12 May 2025 Monday 5:16 pm

স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট:
”মানুষের জন্য মানুষের ভালোবাসা” শ্লোগানে ছোট কাগজ স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার সন্ধ্যয় জেলাশহরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ছোট কাগজ স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের জেলা শাখার সভাপতি স্বপ্না জামান । স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি সঞ্চালনায় উদ্বোধক ও মুখ্য অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান।
বিশেষ অতিথিবৃন্দ ছিলেন অধ্যাপক (অবঃ) মোঃ আব্দুল মজিদ মন্ডল, অধ্যাপক (অবঃ) মোঃ নজরুল ইসলাম মন্ডল।
আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন, কেন্দ্রীয় নন্দিনী সাহিত্য ও পাঠচক্র ঢাকার সাধারণ সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান, সাংগঠনিক সম্পাদক তানভীর ফারহানা ওয়াহেদ তুনা, সহকারী অর্থ সম্পাদক মোস্তফা মুনতাজ, সহকারী সাংগঠনিক সম্পাদক কবি কমল লতা নূর, ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য ও পাঠচক্র শিলিগুড়ি ভারতের সাধারণ সম্পাদক কণিকা দাস, তিস্তা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র রংপুর জেলা শাখার সভাপতি শাহিদা মিলকি, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী কলকাতা ভারতের দিলীপ মুখোপাধ্যায়, তিস্তা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র রংপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এইচ বি লাভলী, সাহিত্য সম্পাদক পূণীমা রাজ, নির্বাহী সম্পাদক মীরা রায়, সদস্য সালমা বেগম, ব্রহ্মপুত্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র গাইবান্ধা জেলা শাখার মোক্তাদির রহমান রোমান, সাধারণ সম্পাদক রোজিনা নাহিদ ফারজানা শিমুল। জাতীয় সঙ্গীত পরিচালনা করেন আলেয়া ফেরদৌসী লাকী প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//