Print Date & Time : 6 July 2025 Sunday 10:41 am

স্বল্প খরচে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে কুষ্টিয়া রোটারী ক্লাব অব ঢাকা নর্থ আই হসপিটাল

এসএম জামাল : কুষ্টিয়া শহরে দেড় যুগের বেশি সময় ধরে সুনামের সাথে স্বল্প খরচে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে কুষ্টিয়া রোটারী ক্লাব অব ঢাকা নর্থ আই হসপিটাল।

১৮ বছর ধরে সাফল্যর সাথে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে চলেছে এই প্রতিষ্ঠানটি। বিশেষ করে স্বল্প খরচে মানুষের চোখের আলো ফিরাতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে রোটারী ক্লাব অব ঢাকা নর্থ আই হসপিটাল।

চোখ মানুষের গুরুত্বপূর্ন। চোখের অপারেশন ও প্রাথমিক চিকিৎসা সেই জায়গা গুলোর ক্ষেত্রে নিয়মিত ভাবে প্রতিদিন চিকিৎসা সেবা দিয়ে আসছে এই আই হসপিটালটি। ইতিমধ্যে কুষ্টিয়া মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজবাড়ী এলাকার চক্ষু রোগীদের বিশ্বাস ও সুনাম অর্জন করেছে রোটারি চক্ষু হসপিটাল।

চক্ষু রোগীদের চোখের পরীক্ষা-নিরীক্ষা করার ক্ষেত্রেও স্বল্প খরচে করার ব্যবস্থাও রয়েছে এখানে। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দারা চিকিৎসা সেবা দেওয়া হয়।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া থেকে রোটারী আই হসপিটালে আসা চক্ষু রোগী আজগর আলী বলেন, দীর্ঘদিন ধরে চোখের অসুস্থতা নিয়ে ভুগছি। স্বল্প খরচে চোখের পরীক্ষা-নিরীক্ষা করে কয়েক দিন ধরে এই রোটারী আই হসপিটালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঔষুধ নিয়ে এখন আমি সুস্থ।

গৃহকর্মী হিসেবে কাজ করে পঞ্চাশোর্ধ্ব শিউলী বেগম। তার চোখের ছানী অপারেশনের মতো টাকা মা থাকলেও এই হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে অপারেশন ও ওষুধপথ্য সরবরাহ করা হয়। এতে করে তিনি এ প্রতিষ্ঠানের জন্য দোয়া কামনা করেন।

মিরপুর উপজেলার আমলা মিটন এলাকা থেকে আসা দরিদ্র রোগী রহিত আলীর স্ত্রী কোহিনূর বেগম বলেন, কুষ্টিয়ার রোটারী ক্লাব অব ঢাকা নর্থ আই হসপিটালটি পরিস্কার পরিছন্ন তাদের ব্যবস্থাপনাও সুন্দর। হসপিটাল কতৃপক্ষের ব্যবহারও ভালো। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দারা চক্ষু রোগীদের স্বল্প খরচে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। তাই এখানে এসে চিকিৎসা সেবা নিচ্ছি। আমারও উপকার পাচ্ছি।

কুষ্টিয়া রোটারী চক্ষু হাসপাতালের কর্মকর্তা নাজমুল হক বলেন, দেড় যুগের বেশি সময় ধরে স্বল্প খরচে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। কুষ্টিয়া রোটারী ক্লাব অব ঢাকা নর্থ আই হসপিটাল চক্ষু রোগীদের নামমাত্র ৫০ টাকা ভিজিটং ফি তে রোগী দেখা হয় এখানে।
চক্ষু রোগীদের চোখের পরীক্ষা-নিরীক্ষা করার ক্ষেত্রেও স্বল্প খরচে করার ব্যবস্থাও রয়েছে। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দ্বারা চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। সাফল্যর সাথে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে এই চক্ষু হসপিটালটি।
তিনি বলেন, দুইজন চিকিৎসক বহির্বিভাগে নিয়মিত রোগী দেখেন। গেলো ১৮ বছরে চোখের রোগী দেখা হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ এবং ১৪ হাজার ৪৫০ জন রোগীর চোখের অপারেশন করা হয়েছে।

রোটারী ক্লাব অব ঢাকা নর্থ আই হসপিটাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী গতকাল হসপিটাল পরিদর্শন করেন এবং আগত রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় চিকিৎসক রোগী ও রোগীর স্বজনের সাথে কথা বলেন।

তিনি বলেন, ১৯৬৮ সালে বাংলাদেশে রোটারী ক্লাব প্রতিষ্ঠিত হয়। রোটারী ক্লাব এই দীর্ঘ সময় ধরে বিভিন্ন দেশে সেবামূলক নানা কাজ করে চলেছে। মানবতার সেবাই রোটারী ক্লাবের মূল লক্ষ্য। এ ক্লাব বাংলাদেশকে পোলিওমুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। শিক্ষা, স্বাস্থ্য দারিদ্র বিমোচনে এবং বিশেষ অন্ধত্ব দূরীকরণের জন্য দেশের বিভিন্ন স্থানে চক্ষু হসপিটাল প্রতিষ্ঠা করেছে। ক্লাবের প্রতিষ্ঠিত চক্ষু হসপিটালগুলোর মধ্যে কুষ্টিয়াস্থ হসপিটালটি সর্বাধুনিক মানের। মাত্র ৫০ টাকা ভিজিটে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং মাত্র ২৫০০ টাকায় জটিল অপারেশন কেবল রোটারী আই হসপিটালেই করানো হয়। অনেক সময় অতি দরীদ্রদের জন্য বিশেষ ছাড়ও দিয়ে থাকে ক্লাবটি।