বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে কোন উক্তি কারো উদ্রিতি দিয়ে ছাপানো হয় যা সে বলেই নাই, টাকা দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে, এটি একটি চরম অপরাধমূলক কর্মকান্ড এবং রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ।
যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া টাই যৌক্তিক। সেই আইনগত ব্যবস্থা নেওয়ার পরে যদি কারো মনে আঘাত লাগে তবে তারাও এ ষড়যন্ত্রের অংশিদার’।
হানিফ বলেন, ‘এ সরকারের সময় সব চেয়ে বেশী সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে সাংবাদিকদের। ঘটানো হয়েছে সংবাদ মাধ্যমের ব্যপক বিস্তৃতি। সাংবাদিকরা নিয়মিত যে ভাবে খুশি লিখছে, সরকারের সমালোচনা করছে, তাতে কারোর কোন সমস্যা হচ্ছেনা, কিন্তু আমাদের যেখানে মূল জায়গা সেই স্বাধীনতার উপর যদি আঘাত আসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব, জনগনও সেটাই প্রত্যাশা করে’।
হানিফ আরো বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি নতুন নয় । এক এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিলো, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিলো, যা এই পত্রিকায় ফলাও করে সেসময় ছাপানো হয়েছে। ২৬ শে মার্চের এই ঘটনাও আগের মতই রাস্ট্রের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র’।
শুক্রবার সকাল ১১ টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রযুক্তি সরঞ্জাম হিসেবে ট্যাবলেট বিতরন অনুষ্ঠানে যোগদিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় সেখানে জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৩১ মার্চ ২০২৩

Discussion about this post