স্টাফ রিপোর্টার:নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী আর স্বাধীনতা বিরোধীদের যোগ সাজসে গত ৫০ বছরে ২০০ বার চালের দাম বেড়েছে। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তখন সেই সরকার ব্যবসায়ী-প্রশাসনের সাথে মিলেমিশে দূর্নীতিকে প্রশ্রয় দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কাজ করেছে।
৩ মার্চ বিকেল ৫ টায় রাজধানীর মতিঝিলে ‘স্বাধীনতার চেতনা ও স্বাধীনতা বিরোধীদের কারণে বাড়ে দ্রব্যমূল্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সামিয়া চৌধুরীর সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান রবিউল আলম খান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বিনয় বালা প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক দেশতথ্য//এল//