Print Date & Time : 11 May 2025 Sunday 3:57 am

স্বামীর বিরুদ্ধে তিন সন্তানের জননীকে পিটিয়ে হত্যার মামলা

খুলনার কয়রা উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নিহতের বোন জুলেখা খাতুন বাদী হয়ে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভগ্নিপতিসহ চারজনকে আসামী করে ১২ এপ্রিল একটি মামলা দায়ের করেছেন।নিহত ছায়েরা খাতুন উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মোক্তার সরদারের বড় মেয়ে।

মামলার আসামীরা হলো, নিহতের স্বামী ইসমাইল সরদার, তার ভাই কামরুল সরদার, ভাইপো বিল্লাল সরদার ও প্রথম স্ত্রীর ছেলে খানজাহান সরদার। আদালত মামলাটি আমলে নিয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট প্রদীপ কুমার তরফদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের তিন সন্তানের জননী ছায়েরা খাতুন(৫০) কে তার স্বামী ইসমাইল সরদার সহ চারজন গত ২৮ এপ্রিল সকাল ১১ টার দিকে পিটিয়ে হত্যা করে।
ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তারা আত্মহত্যার অভিযোগ তোলে। বিষয়টি কয়রা থানা পুলিশ জানতে পেরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে ছায়েরা খাতুনের লাশ স্বামী গ্রহণ করে নিজ বাড়ীতে দাপন না করায় স্থানীয়দের মনে সন্দেহের সঞ্চার হয়। পরবর্তীতে ছায়েরা খাতুনের স্বজনরা জানতে পারেন এটি আত্মহত্যা নয়, একটি সিমানা পিলারের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত ছায়েরা খাতুনের চাচাতো ভাই ডালিম হোসেন জানান, ছায়েরা খাতুন ইসামাইলের ২য় স্ত্রী। বাড়ীতে একটি সিমানা পিলার পাওয়াকে কেন্দ্র করে স্ত্রী ছায়ের খাতুনের সাথে স্বামীর বাকবিতণ্ডা চলে। এই ঘটনায় প্রায় সময় দু’জনের মধ্যে ঝগড়া চলতো। নিরুপায় হয়ে ঘটনার পূর্বে ছায়েরা খাতুন ১৭ থেকে ১৮ দিন তার বোনের বাড়ীতে অবস্হান করেন। সেখান থেকে গত ২৬ এপ্রিল ইসমাইল তার স্ত্রীর অভিমান ভাঙিয়ে বাড়ীতে নিয়ে আসে। এরপর ২৮ এপ্রিল তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যা করে মারা গেছে বলে প্রচার চলানো হয়েছে বলেও জানান তিনি।

মামলার বাদী জুলেখা খাতুন জানান, তার বোন আত্মহত্যা করেননি তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম এস দোহা জানান, আদালতের নির্দেশ এখনো পাইনি। নির্দেশ পেলে সে অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবেও জানিয়েছেন তিনি।

এবি//দৈনিক দেশতথ্য//মে১৫,২০২২//