Print Date & Time : 16 April 2025 Wednesday 3:43 pm

স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর মৃত্যু

শেখ সুদীপ্ত শাহীন, লালমনিহাট থেকে: স্বামীর মৃত্যুর কয়েক ঘন্টা পরে স্ত্রীর মৃত্যু। গ্রামবাসী দুই জনের লাশ দাফন করেছে পাশাপাশি। এ ঘটনায় গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, শনিবার (১৫ জুন) ভোর চার টায় মারা যায় জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ক্ষুদ্র মুদির দোকানদার মোঃ হাসান আলী (৫১)। একই দিন স্বামীর শোকে কয়েক ঘন্টার মধ্যে মারা যায় স্ত্রী মোছাঃ মঞ্জু আরা বেগম(৪৮)। এই দম্পতির তিন মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। সবচেয়ে ছোট মেয়ে স্থ’ানীয় সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ।

এই দম্প্রতির আয়ের উৎস ছিল মুদি দোকানের ব্যবসায়। ভোর বেলায় হাসান আলী স্ত্রীর কাছে পাকা আম খেতে চায়। আম খেয়ে অসুস্থ হয়ে স্ত্রীর সামনের মারা যায়। স্বামীর এই মৃত্যুর শোক সইতে পারেনি স্ত্রী মঞ্জু আরা বেগম। তিনিও সকাল ১১টায় কান্নাকটি করতে করতে অসুস্থ হয়ে। তাকে স্থানীয় বাউড়া বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গ্রামাবাসী বলে খুব সুখী দম্পতি ছিলেন।

বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল ইসলাম মিরন বলেন, এ ঘটনায় গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে। পরে দুপুরে পর জানাজা নামাজ শেষে স্ত্রী, স্ত্রী দুই জনকে পাশাপাশি দাফন করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//