তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: স্বামীকে ঘরে রেখে স্ত্রী গিয়েছিলেন বাড়ির অদূরে। কিছুক্ষণ পর বাড়ি ফিরে
এসে দেখেন, ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে স্বামীর নিথর দেহ।বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত যুবকের নাম মাহিম (২১)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামের দুলাল মিয়ার মেয়ে রিনা বেগম (১৮) এর সাথে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের আব্দুল মতিনের ছেলে মাহিম (২১) এর
বিয়ে হয়। বিয়ের পর থেকে মাহিম স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে বসবাস করতেন।
বৃহস্পতিবার দুপুরে রিনা বেগম স্বামীকে ঘরে রেখে বাহিরে যান। ফিরে এসে স্বামী মাহিমকে গলায় ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রিনা বেগমের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার থানায় খবর দিলে এসআই মোস্তফা কামাল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন। তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে
ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসা না পর্যন্ত সঠিক কিছু বলা সম্ভব হচ্ছে না।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post