Print Date & Time : 21 August 2025 Thursday 11:52 pm

স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সনাক-টিআইবি এর অধিপরামর্শ সভা

২৩ অক্টোবর ২০২২ সকাল ১০ টায় ২৫০ বেড জেলারেল হাসপাতাল, পুটয়াখালী স্বাস্থ্য অধিপ্তরের সাথে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী তত্ববধায়ক ডা: দিলরুবা ইয়াসমিন লিজা। সহায়কের দায়িত্ব পালন করেন এরিয়া কোঅর্ডিনেটর সুকুমার চন্দ্র মিত্র। সভাপতি সবাইকে শুভেচ্ছা জানান এবং অধিপরামর্শ সভার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।

স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বকায়ক পীযুষ কান্তি হরি অধিপরামর্শ সভার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, অধিপরামর্শ সভার মুল উদ্দেশ্য হলো প্যাকটা প্রকল্প সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর বিস্তারিত জানতে পারবে এবং এসিজি স্বাস্থ্যর সাথে সমন্বয় করে সেবার মান উন্নয়নে কিভাবে আরো জনসম্পৃক্ততা বাড়ানো যায় সে বিষয়ে কাজ করবে। তিনি বলেন আমরা একই সময়ে সবাইকে অবহিত করছি এ কারণে যে সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা সুুনির্দিষ্ট গোলে পৌঁছাতে হলে প্রকল্প সম্পর্কে সবার ধারনা থাকা বাঞ্চনীয়।

সভায় আরো আলোচনা করেন স্বাস্থ্য বিয়ষয়ক উপকমিটির যুগ্ম-আহ্বায়ক ও সনাক সদস্য এ্যাড. সহিদুর রহমান, এসিজি যুগ্ম সমন্বয়ক লিয়া মনি, ইয়েস সদস্য মো: মহিবুল্লাহ। সব শেষে নতুন গঠিত এসিজি সদস্যদের নামের তালিকা সহকারি তত্ববধায়কের কাছে প্রদান করেন এবং এসিজি সদস্যরা তার সাথে কিকি কাজ করবে সে বিষয়ে ধারনা প্রদান করেন।

জা// দৈনিক দেশতথ্য// ২৩ অক্টোবর ২০২২//