কুষ্টিয়া প্রতিনিধি: স্বাস্থ্য সুরক্ষায় কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে মাঝে মাস্ক বিতরণ করেন নেতৃবৃন্দ।
জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নাসির বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম রশদী, শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রিপন, শহর শ্রমিক লীগের সম্পাদক ইমরান খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আকাশ, শ্রমিক নেতা রবিউল ইসলাম, বঙ্গবন্ধু শিশু কিশোর কুষ্টিয়া জেলা শাখার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক স্বপ্না রানী এসময় উপস্থিত ছিলেন।
মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সরকার আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত কিছু বিধিনিষেধ জারি করেছেন। নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য আমাদের সকলকেই মাস্ক ব্যবহার করা উচিত।
দৈনিক দেশতথ্য//এল//