মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
মির্জাপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
গতকাল বুধবার (৭ জুন) বিকেলে মির্জাপুর উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছসেবকলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি কলেজ রোডের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ করে।
বক্তব্য রাখেন, খন্দকার রাসেল, মোবারক হোসেন, শরিফুল ইসলাম শরিফ, তাজুল ইসলাম একাব্বর এবং নাহিদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তাগন বলেন, টাঙ্গাইল জেলা কমিটির অনুমোদনক্রমে মির্জাপুর উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের একটি সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি রয়েছে। জেলা কমিটির বিনা অনুমতিতে সম্পুর্ন গঠনতন্ত্র বর্হিভূত গত ৫ জুন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক এ. কে. এম আবজালুর রহমান বাবুর নির্দেশক্রমে উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শ্যামল গোষ্মামীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মির্জাপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম তিন জন সদস্যকে বাদ দিয়ে অপু শেখকে আহবায়ক করা হয়। এটা সম্পুর্ন অন্যায়, বেআইনী এবং গঠনতন্ত্র পরিপন্থি বলে এই আহবায়ককে বাতিলের জন্য জোর দাবী জানিয়েছে মির্জাপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছসেবকলীগের নেতৃবৃন্দ। দ্রুত সময়ের মধ্যে এই আহবায়ককে বাতিল ঘোষনা করা না হলে কঠোর কর্মসুচী দেওয়া হবে বেল সমাবেশে বক্তাগন ঘোষনা দিয়েছেন।
উল্লেখ্য যে, গত বছরের ২৬ অক্টোবর তারিব আহম্মেদ সোহাগকে আহবায়ক ও শরিফুল ইসলাম শরিফকে যুগ্ম আহবায়কসহ ৬ জনকে সদস্য করে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি গঠন করা হয়। নানা অভিযোগে আহবায়ক তারিব আহমেদ সোহাস আন্তগোপনে চলে যায়। ফলে এ উপজেলায় কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি। গত ৫ জুন রাতের আধারে নিয়ম বর্হিভূত ও গঠনতন্ত্র বিরোধেী মির্জাপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সদস্যদের বাদ দিয়ে অপু শেখকে আহবায়ক ঘোষনা দেওয়ায় প্রতিবাদ সমাবেশ চলছে।
এ ব্যাপারে সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, গঠনতন্ত্র বিরোধী আহবায়কের নাম ঘোষনা দেওয়া হয়েছে। যা জেলা কমিটিও জানেন না। আমরা এ আহবায়ক মানিনা। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ আহবায়ককে প্রত্যাহার করার দাবী জানাচ্ছি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//