Print Date & Time : 2 July 2025 Wednesday 2:15 am

স্বেচ্ছাসেবক লীগ নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

 গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক নারায়ণ চন্দ্র দামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রলীগ নেতা প্রদীপ সাহা। 

বুধবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে প্রদীপ সাহা উপজেলার উনশিয়া গ্রামে নারায়ণ চন্দ্র দামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি শেখ কাইয়ুমসহ দলীয় নেতা কর্মীরা তাঁর সাথে ছিলেন। 

সাবেক ছাত্রলীগ নেতা প্রদীপ সাহা বলেন, নারায়ণ চন্দ্র দাম ছিলেন দলের জন্য একজন নিবেদিত প্রাণ। সে রাজনীতির পাশাপাশি ব্যবসা করতেন। তাঁর এই ব্যবসার টাকা দিয়ে তিনি উপজেলার সাধারণ মানুষদের কল্যাণে ব্যাপক কাজ করেছেন। তাই আমরা আজকে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম। 

উল্লেখ্যঃ নারায়ণ চন্দ্র দাম ২০২১সালের ২৩মার্চ সড়ক দূর্ঘটনায় নিহত হন।

আর//দৈনিক দেশতথ্য//২৭ জুলাই-২০২২//