Print Date & Time : 3 August 2025 Sunday 6:04 am

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের সেমিনার অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পটুয়াখালীতে নারী উদ্যোক্তাদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২২সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা পরিষদের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ওমেন এন্ড ই-কমার্স ট্রাস্টের আয়োজনে ও জেলা ওমেন ট্রাস্টের প্রতিনিধি শাহানা আক্তার মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিমা আক্তার নিশা।

প্রধান অতিথি অনুষ্ঠানে আগত সকল নারী উদ্যোক্তাদের সাথে প্রশ্ন উত্তর ও মতবিনিময় করেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। এখন ঘরের কাজের পাশাপাশি উদ্যোক্তা হওয়াটা জরুরী। নিজের আয়ের অর্থ নিজের প্রয়োজনে খরচ করা যায়। সংসারের কাজে সাহায্য করা যায়। নারীরা এখন পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এখনই সময় এগিয়ে যাওয়ার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জামাল হোসেন। এছাড়াও শতাধিক নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলো।

দৈনিক দেশতথ্য//এইচ/