Print Date & Time : 22 August 2025 Friday 10:56 pm

স্মৃতিসৌধে জুতা পায়ে ওঠা আনসারের বিরুদ্ধে তদন্ত কমিটি


প্রথম রাজধানীতে মুজিবনগর স্মৃতিসৌধে জুতা পায়ে আনসার সদস্যর দায়িত্ব পালন শিরোনামে সংবাদ প্রকাশের পর আনসার সদস্য শরাফ উদ্দীনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে।
মুজিবনগর স্মৃতিসৌধে জুতা পায়ে উঠা আনসার সদস্য শরাফ উদ্দীনকে তাৎক্ষণিক ক্লোজ করেছে ১৪ আনসার ব্যাটলিয়ান। ব্যাটালিয়নের অধিনায়ক এবং একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত কাজ চালাচ্ছেন।
মুজিবনগর কমপ্লেক্স দায়িত্বরত ১৪ আনসার ব্যাটালিয়নের এপিসি আলী হোসেন জানান, ঘটনাটি পর্যটকদের নিরাপত্তার সার্থে ভুলবসত ঘটেছে। তবে সেই দিন দায়িত্বরত সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে উদ্ধর্তন কর্তৃপক্ষ।

রিমন//দৈনিক দেশতথ্য//৭ মে-২০২২