বিনোদন ডেস্ক: গত বছর ডিসেম্বর মাসে জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে ছোট পর্দায় শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রুতি দাসকে। এরপর বড় পর্দা এবং ওয়েব সিরিজে দু’টি কাজ করলেও প্রায় এক বছর ধরে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে?
কেন লম্বা সময় ধরে অভিনয়ে নেই শ্রুতি? সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কারণ জানিয়ে মুখ খুলেছেন তিনি।
চলতি বছরে প্রথমবার অভিনেত্রীর শ্বশুরবাড়িতে দুর্গাপুজা হচ্ছে। স্বভাবতই বাড়ির পুজা নিয়ে বেশ ব্যস্ত শ্রুতি। সেই ব্যস্ততার ফাঁকেই জানালেন, কেন ছোট পর্দাতে আর দেখা যাচ্ছে না তাকে।
শ্রুতির কথায়,‘আমার দৃঢ় বিশ্বাস, ক্যারিয়ারের দিক থেকে আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। এই বছর মাত্র দুটি কাজ করেছি। খুব বেশি কাজ করতে চাই এমনটা নয়, অর্থের লোভ নেই আমার। তবে চাই যে কয়েকটা কাজ করব, যতক্ষণের জন্যই করব এবং যে চরিত্রেই অভিনয় করি না কেন তা যেন দর্শকের কাছে প্রশংসিত হয়।’

Discussion about this post