Print Date & Time : 4 May 2025 Sunday 10:28 am

সড়কে প্রাণ গেলো শিক্ষাথীর

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় হাফিজুল ইসলাম (২২) শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ সোমবার রংপুর মেডিকেল কজেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুল মারা গেছে।

নিহত কলেজ ছাত্র বড়খাতা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি মোটরসাইকেলে মালামাল ডেলিভারির চাকরি করত। নিহত হাফিজুল উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার জেলার হাতীবান্ধার দইখাওয়া – নওদাবাসসের রাস্তায় মাটরসাইকেলের সাথে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//