নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় সড়কের একপাশ বন্ধ করে নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়া পৌরসভার সামনের (গির্জানাথ মজুমদার সড়ক) সড়কটির মাঝখান দিয়ে সাম্প্রতিক ডিভাইডার নির্মাণ করা হয়েছে। যানজট রোধে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই ডিভাইডার নির্মাণ করা হয়। তবে ডিভাইডার নির্মাণ করেও কোন ফল পাচ্ছেনা পথচারীরা। রাস্তার একপাশ বন্ধ রাখায় সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। সরেজমিনে গিয়ে দেখা যায় একটি বহুতল ভবন নির্মাণ করছে থানা পাড়া এলাকার প্রভাবশালী এক ডাক্তার। সাততলা ভবন নির্মাণের নির্মাণসামগ্রী রাখা হয়েছে রাস্তার একপাশ বন্ধ করে। এ বিষয়ে নির্মাণাধীন ওই ভবন দেখভালের দায়িত্বে থাকা আব্দুস সালাম এর সাথে কথা বললে তিনি বলেন, কুষ্টিয়া পৌরসভার সাবেক ইঞ্জিনিয়ার অহিদুজ্জামান লিটন ও সার্ভেয়ার মান্নান এর সাথে কথা বলেই আমরা নির্মাণসামগ্রী রেখেছি। তবে অভিযুক্ত দুই জনের একজন এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী পথচারী নইম জানান, আমি প্রতিনিয়ত এই সড়কটি দিয়ে যাতায়াত করি। সড়কের এক পাশে বন্ধ থাকায় মাঝে মাঝেই এখানে যানজটের সৃষ্টি হয়। আমাদের দুর্ভোগ দেখার মতন কুষ্টিয়ায় কেউ আছে কিনা আমার সন্দেহ হয়। ওই এলাকার এক ব্যবসায়ী জানান, ডাক্তার একজন বিবেকবান লোক হয়েও এভাবে সড়ক বন্ধ করে রাখে এটা খুবই দুঃখজনক। কার কাছে এই অভিযোগ জানাবো? অভিযোগ দিলে বরংচ আমাদের উপরে জুলুম নেমে আসবে। কুষ্টিয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) জাহাঙ্গীর আলম বলেন, আপনারা সংবাদ প্রকাশ করলে আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে সুবিধে হয়। আমাদের কথা তারা শুনতে চাই না। এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলীর রবিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের সাথে কারো কোন কথা হয়নি। রাস্তা বন্ধ করে কোনভাবেই নির্মাণসামগ্রী কেউ রাখতে পারে না। আপনারা সংবাদ পরিবেশন করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এদিকে এলাকাবাসী জনদুর্ভোগ থেকে বাঁচতে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন।

Discussion about this post