তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার মধ্যরাতে কুলাউড়া–মৌলভীবাজার সড়কের লোয়াইউনি চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মেঘনা গ্রুপের একটি কাভার্ডভ্যান মৌলভীবাজার থেকে কুলাউড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কুলাউড়া উপজেলার লোয়াইউনি এলাকায় গাড়িটি এক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মাথাসহ দেহের উপরের অংশ ছিন্ন বিছিন্ন হয়ে যায়। এ সময় এলাকার লোকজন ধাওয়া করে ব্রাহ্মণবাজার এলাকায় গাড়িটি আটক করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান গাড়িটি আটক করে থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post