রোমান আহমেদ, জামালপুর: জামালপুরের সড়ক দূর্ঘটনায় আরাফাত (৮) নামে এক শিশু মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ আগস্ট ) বিকালে উপজেলার পার্থশী ইউনিয়নের বড় দেলীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু একই গ্রামের প্রবাসী সামিউল হকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফুফাতো ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে ইসলামপুর-গুঠাইলের সড়কে ওঠে আরাফাত। এসময় ইসমালপুরের দিক থেকে আসা একটি পানি ও খাবার বোঝাই অটোরিকশা তাকে চাপা দেয়। আরাফাতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। তবুও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Discussion about this post