Print Date & Time : 2 July 2025 Wednesday 6:20 pm

সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট: জেলার হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যাক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বড়খাতা-জলঢাকা মহাসড়কের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফুল ইসলাম (৪০) জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি গ্রামের রুহুল আমিন ছেলে। তিনি বড়খাতা গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার পদে কর্মরত ছিল।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//