Print Date & Time : 2 July 2025 Wednesday 8:31 pm

সড়ক দূর্ঘটনায় ভাই-বোন নিহত

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ভাই-বোন নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। এছাড়াও আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার (২৬) এবং তার ছোট ভাই সিয়াম হোসেন (২০)। গুরুতর আহত হন নিহত কুহেলীর স্বামী হুমায়ুন কবির।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল জানান, প্রাইভেটকারে থাকা তিনজন বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় কারে থাকা তিনজনই গুরুতর আহত হন। এরপর তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বোন কুহেলী ও ভাই সিয়ামকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত হন হুমায়ুন কবির।

বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বলেন, নিহত ভাই-বোনের দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এদিকে এই মর্মান্তিক দূর্ঘটনার খবর গ্রামের বাড়ি দূর্গাপুরে পৌচ্ছালে গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে। রাতে লাশ নিহতদের গ্রামের বাড়ি দূর্গাপুরে পৌচ্ছালে পরিবারের স্বজন ও গ্রামবাসিদের কান্নায় হ্নদয় বিদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়। গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে। রাতেই পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে। দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুরজামান নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//