Print Date & Time : 10 May 2025 Saturday 6:53 pm

সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সড়ক ও ড্রেন নির্মাণের কাজের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে এ সব প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রায় ২০ কোটি টাকার স্কীমের আওতায় এসব নির্মাণ কাজ শরু করা হয়।

উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো, আকুয়া মঙ্গলবাড়ী রোড থেকে হাবুন ব্যাপারী মোড় পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন, আকুয়া মোড়লপাড়া সচিবের বাড়ি হতে মান্নান নেতার খলা পর্যন্ত রাস্তা এবং আকুয়া ইসলামী একাডেমি এন্ড কলেজ হতে আমজাদ ব্যাপারীর বাড়ি ও ব্যাংকারের বাড়ি পর্যন্ত ড্রেন। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় কিছু অবকাঠামো উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন মেয়র।

উদ্বোধনকালে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চলমান আছে। এসব উন্নয়ন নগরবাসীর জন্য। চলমান এসব উন্নয়নকাজ চলাকালে যাতায়াতে সাময়িক অসুবিধা হতে পারে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুল হক লিটন, ২৫,২৬,২৭ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরীন আক্তার, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুবুল হোসেন রাজীব, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।