Print Date & Time : 29 July 2025 Tuesday 4:17 am

হকার উচ্ছেদে সিসিক মেয়রের অভিযান

 সিলেট নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানে নেমেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।  দিয়েছেন কঠোর হুশিয়ারি। বলেছেন- এখন থেকে তিনি  প্রতিদিন অভিযানে নামবেন।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার থেকে ২ টা পর্যন্ত নগরীর বন্দরবাজার সুরমা মার্কেটের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট, জিন্দাবাজার হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে এ অভিযান শেষ হয়।

অভিযান টের পেয়ে অল্প সময়ের মধ্যেই ফুটপাতের বিভিন্ন দোকান ও অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলো সরে যায়। অভিযান পরিচালনাকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যতদিন আমার মেয়াদ আছে আমি ততদনি কাজ করবো। দায়িত্বে অবহেলা করার কোন সুযোগ নেই। নতুন যিনি দায়িত্বে আসবেন তিনিও এই রকম কাজ করবেন আশাকরি।

মেয়র বলেন, আমি ঢাকায় ছিলাম। আমাদের সিলেটের বড় বড় কিছু উন্নয়ন কাজ থমকে আছে। সেসব বিষয় নিয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আমাদের নিয়ে বসেছিলেন। এই কাজ গুলো দ্রুত শেষ করতে হবে।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৪,২০২৩//