কুষ্টিয়ার জেলার মিরপুর বাজারের সকল মানুষের প্রধান সমস্যা ছিল জিকে ব্রীজ এবার প্রসারিত করা হচ্ছে। বিভিন্ন সময় এই ব্রীজের মাপ যোগ হলে ও বাস্তবায়ন কেহ-ই-করেনি..?। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রীজটি নতুন আকারে পাশ হয়েগেছে। এই ব্রীজের অনুমোদন করিয়ে (পাশ) ট্রেন্ডারের বিজ্ঞাপন প্রদান জন্য স্বাাক্ষর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, খুলনা বিভাগীয় বায়রা, সড়ক জোন খুলনা কার্যালয় সড়ক ভবন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) সৈয়দ আসলাম আলী।
তিনি গত সোমবার ০৪-০৯-২০২৩ খ্রীঃ স্বাক্ষর করে পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করেন। এ ব্যাপারে এমপি রাশিদা বেগমের পরিবার সাংবাদিক নিশিকে এ তথ্য নিঃশ্চিত করে বলেন নতুন করে এই ব্রীজের হবে। এর জন্য সার্বিক ভাবে তদারকি করেছেন এবং ট্রেন্ডারে সাক্ষর করিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করিয়েছেন কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার নির্বাচনী সংরক্ষিত এলাকার মাননীয় সংসদ সদস্য সৈয়দা রাশেদা বেগম এমপি মহোদয়। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা অবস্থিত মিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড মিরপুর নতুন বাজারের প্রয়াত নেতা উপজেলা আওয়ামীলীগের একাধিক বারের প্রয়াত সভাপতি, হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, দানবিদ, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সৈয়দ নিজাম উদ্দিন লাইট এর সহধ্মমীনি সৈয়দা রাশিদা বেগম এমপি।
পারিবাড়িক ভাবে এ প্রতিবেদক নিশিকে বলেন আমার জানামতে প্রয়াত নেতার স্বপ্ন ও ইচ্ছা ছিল নতুন করে একটি ব্রীজ করার। কারন এই ছোট আটো সাটো ব্রীজের জন্য কত মানষের কত না সমস্যা হচ্ছে। কোন বিপদগ্রস্থ্য মানুষকে হাসপাতালে সঠিক সময় নেওয়ার সম্বব হচ্ছে না। যদি কোন দিন আমাদের দল আওয়ামীলীগ যে কোন বিষয়ে আমাকে ক্ষমতায় প্রদান করেন অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে এই ব্রীজ প্রসারিত করাবো অর্থবা আরো একটি দৃষ্টি নন্দন ব্রীূজ পাশে তৈরী করবো। শুধু তাই ই -নয, মিরপুর শহরটাকে মানুষের স্বপ্নের শহর হিসাবে রুপান্তরিত করবো। কারণ রেলওয়ের ্িবশাল কয়েকটি পুকুর রয়েছে, অনেক জমি ও আছে। দোকানীদের (ব্যবসা) করার সার্বিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের ভিশন ২০৪১ সালের স্মট বাংলাদেশ গড়ার কাজে আরো প্রসারিত করবে এই ব্রীজ ও নতুন করে বেশ কয়েকটি আধুনিকায়নের মার্কেট যেন সকল মানুষ ব্যবসা করে উন্নয়ন করতে পারেন, আর এটাই এলাকার মানুষর চাওয়া। প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নিজাম উদ্দিন লাইট আজ নেই, তবে তার রেখে যাওয়া সুযোগ্য উত্তর সরি সৎ ও যোগ্য ব্যক্তিত্ব নেতার সফলকামী স্ত্রী সৈয়দা রাশিদা বেগম এমপি মহোদয় স্বামীর স্বপ্ন ও মিরপুর বাসির আশা পূরন করতে চলেছেন। ২ দিনের মধ্যে ট্রেন্ডার হবে। আমরা মিরপুর উপজেলার রির্পোর্টার্স ইউনিটির পক্ষে থেকে এম আন্য়োার হোসেন নিশিসহ সকল সাংবাদিক দোয়া করি একাধিক বারের নির্বাচিত মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
দলনেত্রীর কাছে আহবান সৎ যোগ্য হিসাবে সৈয়দা রাশিদা বেগম এমপি মহোদয়কে ৩ জেলার স্বার্থে সংরক্ষিত আসনে ২০২৪ হতে ২০২৯ পর্য়ন্ত আরো ৫ বছর মেয়াদে এমপি হিসাবে রাখতে এলাকাবাসির উদাক্ত আহবান জানিয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post