চাঁদপুর মতলব দক্ষিণ থানাধীন রসুলপুর গ্রামে ১ নারীকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল ডিএমপির ডেমরা থানা এলাকা হতে উক্ত আসামী মতলব দক্ষিণের নজরুল ইসলামের স্ত্রী মাহমুদা আক্তার (৪৭)’কে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে গ্রেফতার করা হয়। গতকাল সন্ধ্যায় র্যাব-১১ এর উপ-পরিচালক ও স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য জানান।
স্কোয়াড্রন লীডার জানান, গত ২১ মে ২০১৩ তারিখে চাঁদপুরের মতলব দক্ষিণ থানাধীন রসুলপুর গ্রামে এক নারীকে ধর্ষণের পর শ^াসরোধ করে হত্যাকান্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধর্ষণ ও হত্যার দায়ে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায়, আসামী মোঃ জিয়া (৩২), কামাল মিয়াজী (৩৬), মোঃ আবুল বাশার (৪৮) ও মাহমুদা আক্তার (৪৭’দেরকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০০৩) এর ৯(১)/৩০ ধারায়, আসামী মোঃ জিয়া, কামাল মিয়াজী, মোঃ আবুল বাশার (৪৮)’দেরকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। উক্ত রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে আসামী মাহমুদা আক্তার পলাতক ছিল। ঘটনাটি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহমুদা আক্তারকে গ্রেফতারের জন্য র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল ডিএমপির ডেমরা থানা এলাকা হতে মাহমুদা আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আসামী মাহমুদা আক্তার ও কামাল মিয়াজী ভিকটিমকে হত্যার জন্য আবুল বাশার ও জিয়াকে ৫হাজার টাকার বিনিময়ে ভাড়া করেন। তারই পরিপ্রেক্ষিতে আবুল বাশার ও জিয়া ২০১৩ সালের ২১ মে রাতে ভিকটিমকে উপজেলার রসুলপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের পর গলাটিপে শ্বাস রোধ করে হত্যা করেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৯,২০২২//

Discussion about this post