মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ আব্দুল মালেক নিহত হবার ঘটনায় দায়েরকৃত মামলায় সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টাঙ্গাইল।
গতকাল রোববার দুপুরে টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টাঙ্গাইল।
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টাঙ্গাইলের পরিদর্শক আতাউর রহমান আকন্দ জানান, ২০১৮ সালের ২৯ মার্চ সাগরদিঘী ইউপি নির্বাচনের আগের রাতে রাত ৩টায় গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে আব্দুল মালেক নিহত হওয়ার মামলাটি সাত মাস আগে আমাদেরকে তদন্তের আদেশ দেন আদালত।
রোববার দুপুরে মামলার প্রধান অভিযুক্ত হেকমত সিকদারকে আটক করা হয়। তদন্তের প্রয়োজনে বাকি অভিযুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//