জামালপুরের মেলান্দহে শফিউল আলম মুছার হত্যা মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হত্যা মামলার বাদী ও তাঁর পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে নিহত মুছার ছোট ভাই মোঃ ওবায়দুল মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলকোচা ইউনিয়নের তেলীপাড়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২০ সালে শফিউল আলম মুছাকে হত্যা করে প্রতিপক্ষ। পরে নিহতের ভাই মো. ওবায়দুল বাদী হয়ে আদালতে ২৬ জনকে আসামি করে হত্যা মামলার করেন। আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় মামলারা বাদী ও তাঁর পরিবারের লোকজনকে প্রকাশ্যে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।
হত্যা মামলার বাদী মোঃ ওবায়দুল বলেন, ‘ভাই হত্যার ঘটনায় মামলার আসামিরাসহ তাদের সমর্থকরা বিভিন্ন সময়ে মামলা তুলে নিতে তাকে চাপ সৃষ্টিসহ হত্যার হুমকি দিয়ে আসছে। মামলার ১৯ জন আসামি জেল থেকে জামিনে বের হয়ে আমার ৪ ভাই সহ আমাদের পরিবারকে হত্যা ও গুম করার হুমকি দিচ্ছে তাঁরা।
নিহতের ভাই আসাদুল্লাহ বলেন,’আসামিরা আমাদের বাড়িতে এসেই হুমকি দিয়ে যাচ্ছে, আমাদেরকে মেরে ফেলে গুম করে ফেলবে। লাশও কেউ খুঁজে পাবে না। ১৯ জন আসামি কিছু দিন জেল খেটে জামিনে বের হয়েছে।
অভিযুক্ত আসামি মোঃ আলাল ও রফিকের এ বিষয়ে কথা বলতে বাড়িতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। এবিষয়ে মুঠো ফোনে কথা বলতে কেউ রাজি হননি।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,’ থানায় জিডি হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৮,২০২২//

Discussion about this post