হাটহাজারীতে উপজেলা বিএনপি পৌরসভা মহিলা দলের নেতা কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করেছে।
সোমবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে হাটহাজারী পৌরসভার ডাক বাংলো চত্বর এলাকা থেকে মিছিলটি বের হয়।
একদফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে হরতালের সমর্থনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের অনুসারী উপজেলা বিএনপি ও পৌরসভা মহিলা দলের নেতা কর্মীদের মিছিলটি ডাক বাংলো থেকে শুরু হয়ে হাটহাজারী নাজিরহাট মহাসড়কের মেডিকেল গেইট এলাকায় গিয়ে শেষ হয় বলে জানান পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক শুক্কুর মেম্বার।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, ” হাটহাজারীর কোথাও এই পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post