Print Date & Time : 22 April 2025 Tuesday 8:20 pm

হরতালে সিলেটে পরিবহনশূন্য মহাসড়ক : গাড়ি ভাঙচুর

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনী তফসীল বাতিল দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয়দিন সিলেটে কঠোরভাবে পালন হচ্ছে। নগরীতে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমলগুলো বন্ধ । তবে নিত্যপ্রয়োজনীয় খাবারের কিছু দোকান খোলা থাকতে দেখা যায়। ব্যাংক বীমাসহ অর্থলঘ্নী প্রতিষ্ঠানগুলোর প্রধান ফটক ছিল বন্ধ। বিকল্প পথে প্রবেশ করে কাজকর্ম চালালেও লেনদেন তেমন হয়নি।

স্কুল, মাদ্রাসা, কলেজে ক্লাস হয়নি। সিলেটের আঞ্চলিক সড়ক-মহাসড়ক ছিল গণপিরিবহনশূন্য। দূরপাল্লার কোনো যানবাহন সিলেট ছেড়ে যায়নি এবং সিলেট এসেও পৌঁছায়নি।

নগরের রাস্তাগুলো ছিল ফাঁকা। মাঝমধ্যে দুএকটা রিক্শা, অটোরিক্শা চলতে দেখা গেলেও এগুলো ছিল প্রায় যাত্রীশূন্য। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল নগন্য। শহরের বাইরে সড়ক-মহাসড়কও ছিল যানবাহনশূন্য। কোন গণপরিবহন চলেনি। তবে রিজার্ভে (অধিক ভাড়ায়) স্বল্প পাল্লার দুএকটি সিএনজি-অটোরিক্শা চলাচল করেছে।

সোমবার সকাল থেকে হরতালের সমর্থনে নগরের বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষিপ্ত পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা।

সকাল নয়টার দিকে শাহজালাল উপশহর পয়েন্টে যুবদলের কয়েকজন নেতাকর্মীরা সড়ক অবরোধ করে মিছিল ও স্লোগান দেয়। এ সময় মেন্দিবাগ থেকে উপশহরের দিকে আসা একটি ট্রাকে ব্যাপক ভাঙচুর চালায় তারা। পরে সোবাহানীঘাট এলাকা থেকে উপশহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হরতাল কারীরা ছিটকে পড়ে। তবে বেলা বাড়ার সাথে সাথে নগরীতে কিছু রিক্সার ও অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে।

সিলেট কোতোয়ালিমডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, উপশহর পয়েন্টে একদল দুর্বৃত্ত পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ গিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এবি//দৈনকি দেশতথ্য//নভেম্বর ২০,২০২৩//