বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের বৈরী প্রভাবে পর্যটক শূন্য হয়ে পড়েছে সাগর কন্যা খ্যাত পর্যটন নগরী কুয়াকাটা। বিএনপি-জামায়াতের একদিনের হরতাল শেষে তিন দিনের টানা অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে সৈকতের জিরো পয়েন্টে পর্যটকের অনুপস্থিতে চারদিকে ছিল নিরবতা।
অলস পড়ে ছিল সৈকতে রাখা ছাতা বেঞ্চি। কর্মবিমূখ হয়ে পড়েছেন ফটোগ্রাফার, স্পিড বোড চালক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হোটেল মোটেলের সকল বুকিং বাতিল করেছেন পর্যটকরা। পর্যটন মৌসুমের শুরুতেই সৈকত এভাবে পর্যটক শূন্য হয়ে পড়ায় হতাশা প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
তবে অভ্যন্তরীন রুটে গনপরিবহন চলাচল ছিল স্বাভাবিক। কুয়াকাটা থেকে ছাড়েনি দূরপাল্লার বাস। মানুষের নিরাপত্তায় তৎপর দেখা গেছে পুলিশ সদস্যদের।
সৈকতের ছাতা বেঞ্চ ব্যাবসায়ী শাহিন বলেন, জামায়াত-বিএনপি’র অবরোধের কারনে পর্যটক আগের মত নেই। আমরা সাধারন ব্যবসায়ীরা ভীষন সমস্যায় পড়েছি। অভ্যন্তরীন রুটে গাড়ি চললেও হামলা-ভাঙচুরের ভয়ে বাসে লোকজন তেমন ওঠেনা।
সুগন্ধা পরিবহনের কাউন্টার পরিচালক মো: ছিদ্দিক মোল্লা জানান, লোকাল বাস ঠিকঠাক মতো চললেও দুরপাল্লার বাস চলেনা।
কুয়াকাটা হোটেল-মোটেল অউনার এসোসিয়েসনের সাধারণত সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, জামায়াত-বিএনপির অবরোধের কারনে কুয়াকাটায় পর্যটক নেই। এতে পর্যটন শিল্প হুমকীর কবলে পড়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ নভেম্বর ২০২৩