Print Date & Time : 10 May 2025 Saturday 1:57 pm

হরিণাকুন্ডতে দুঃস্থদের শীত বস্ত্র উপহার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে হরিণাকুন্ডুতে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৩ হাজার শীত বস্ত্র উপহার দেওয়া হয়েছে।

দুপুরে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ও ভায়না ইউনিয়নের বিভিন্ন স্থানে এ শীত বস্ত্র বিতরন করা হয়।

ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকির নিজস্ব অর্থায়নে এ শীত উপহার বিতরন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ওসি সাইফুল ইসলাম, এমপির একান্ত সচিব রওশন আলী, চাঁদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু। এদিকে সকাল থেকে কম্বল নিতে ভীড় করেন আশপাশের বিভিন্ন এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষেরা।

দৈনিক দেশতথ্য//এসএইচ//