ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু পৌরসভাকে ’গ’ শ্রেণী হতে ’খ’ শ্রেণীতে উন্নীত করছে স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা। স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত স্মারক মারফত এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হরিণাকুন্ড পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন বলেন, পৌরসভাটি ’গ’ শ্রেণী থাকা অবস্থায় পৌরবাসী অনেক সুযোগ সুবিধা থেকে বি ত হয়েছে।
বর্তমানে ’খ’ শ্রেনীতে উন্নীত হওয়ায় পৌরবাসী অনেক বেশী নাগরিক সুবিধা পাবে। এতে করে পৌর এলাকায় অনেক উন্নয়ন করা সম্ভব হবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে সহজ হবে।
হরিণাকুন্ডু পৌরসভা ’খ’ শ্রেণীতে উন্নীত হওয়ায় বর্তমান মেয়র মোঃ ফারুক হোসেনকে অভিনন্দন জানিয়েছে পৌরবাসী।
খালিদ সাইফুল /দৈনিক দেশতথ্য

Discussion about this post