নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে বিশ্ব নন্দিত সাতারু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কানাই লাল শর্মার স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের সন্নিকটে দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল ফুটবল মাঠের পূর্বপাশে এ ফলক উদ্বোধন করা হয়েছে।
ফলক উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, কানাই লাল শর্মার স্ত্রী বীনা শর্মা ও তার ছেলে কাজল শর্মা উপস্থিত ছিলেন।
১৯৩০ সালের ৭ নভেম্বর কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামে কানাই লাল শর্মা জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত অভিমুন্য শর্মা। কানাইলাল শর্মা পেশায় ছিলেন একজন হোমিও চিকিৎসক।
১৯৭১ সালে ঐতিহাসিক লালদিঘিতে ৯০ ঘণ্টা ১৭ মিনিট সাঁতার কেটে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছিলেন তিনি।
১৯ আগস্ট ২০১৯সালে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়ীয়া এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কানাই লাল শর্মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ জানুয়ারি ২০২৪

Discussion about this post