নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে হাটশ হরিপুর ইউনিয়ন শেখ রাসেল সেতু সংলগ্ন ইট এন্ড ফিট রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাটশ হরিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেনের সভাপতিত্বে এবং কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম চমনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু,কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শফি মির্জা, উজ্জ্বল খন্দকার,দফতর সম্পাদক- শাহরিয়া ইমন রুবেল।সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাজী আনিছুর রহমান, আলকামা হিমেল,আবু ফয়সাল হিমেল, মোঃআইনুদ্দিন, জেলা যুবদলের সদস্য সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহীন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইন্জিঃ আশরাফুল ইসলাম শিপন, সাকিব আল হাসান সাহাবুল, হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবর আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি,সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান ফারাজী সহ এছাড়াও উপস্থিত ছিল হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়ার রহমানের মাগফিরাত , দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ কামনা করে দোয়া করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৩, ২০২২//

Discussion about this post