Print Date & Time : 23 April 2025 Wednesday 12:51 am

হরিপুরে ১০টাকার জন্য ১০বছরের শিশুর আত্নহত্যা

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে দশ বছরের শিশু মোছাঃ রাণী খাতুন (১০) গলায় রশি দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩জুন) সকাল ১০ টায় তার নিজ কক্ষে আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

শিশু রাণী খাতুন হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ নতুন পাড়ার বাসিন্দা মোঃ বাচ্চু মালিথার মেয়ে।

স্থানীয় সুত্র জানা যায়, সকালে তার মায়ের কাছে ১০ টাকার জন্য বায়না ধরে রানী। মায়ের কাছে টাকা না থাকায় মা রানীকে টাকা দিতে পারেননি। মায়ের কাছে থেকে ১০ টাকা চাওয়ায় মা না দেওয়ায় রাগে ক্ষোভে এমন ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়।

এই ব্যাপারে বোয়ালদাহ নতুনপাড়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল খালেক জানান, সকালে রাণী বাড়িতে খেলা করতে ছিলো। এক পর্যায়ে তার মায়ের কাছে ১০টাকা চায় মা না দেওয়ায় জীদ করে ঘরে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করে। মা বাড়ির কাজ শেষে ঘরে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। তাৎক্ষণিক হাসপাতালে নিলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো: তাপস কুমার বলেন, সকালে একটি গালয় ফাঁস দেওয়া শিশু হাসপাতালে আাসর আগে পথিমধ্যেই মৃত্যু হয়েছে। তবে লাশ টি ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ জুন ২০২৩