Print Date & Time : 20 April 2025 Sunday 12:08 pm

হাউজিং এলাকায় নারী বাতায়ন ও চেতনার উদ্যোগে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ রোধে কুষ্টিয়া শহরের হাউজিং এষ্টেট এলাকায় সাধারণ জনগণের মাঝে নারী বাতায়ন ও চেতনার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

গতকাল বিকালে কুষ্টিয়া শহরের হাউজিং এষ্টেট বি-ব্লকে এসব মাস্ক বিতরণ করা হয়।

এ সময় নারী বাতায়নের সভাপতি সাফিনা আনজুম জনী, সম্পাদিকা আফরোজা ইসলাম,ফারজানা তানভীর, এ্যাড. কামরুন্নাহার ময়না, চেতনা পরিবারের আল্লামা তানভীর শিশির, স্বপন আলম, নুরুল ইসলাম, শামসুর রহমান, ঝোটন আহমেদ, শিশির বেকারীর স্বত্ত্বাধিকারী শহীদুল ইসলাম শহীদ, মৌবনের কর্মকর্তা আশিকুজ্জামান রনি,রতন কাজী, মীর তনিমা, অনিক আহমেদ ও এসএম জামালসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে এ্যাড. কামরুন্নাহার ময়না নারী বাতায়নের মাধ্যমে চেতনা পরিবারকে এক হাজার মাস্ক ও একটি অক্সিজেন সিলিন্ডার উপহার হিসেবে তুলে দেন এলাকাবাসীর জন্য।

নারী বাতায়নের সভাপতি সাফিনা আনজুম জনী বলেন, শুরু থেকেই নারী বাতায়ন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। এটি তারই একটি ধারাবাহিকতার অংশ। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, শুধু মাস্ক নয়, এই হাউজিং এলাকার জন্য প্রথমে আমরা দুটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এলাকাবাসীর জন্য করোনা রোগীদের সহযোগীতা করেছিলাম বর্তমানে ১৬ টি অক্সিজেন সিলিন্ডার এলাকার করোনায় আক্রান্ত রোগীদের সেবায় ২৪ ঘন্টা ব্যবহার করা হচ্ছে।

চেতনা পরিবারের সভাপতি স্বপন আলম বলেন, বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে মানুষকে দূরে রাখতে এবং সচেতনতার প্রসার ঘটাতে এ ধরনের কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, আমাদের হাতে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার আছে এবং আজকে আরেকটি যুক্ত হলো, যা দিয়ে হাউজিং বাসি সহ পার্শ্ববর্তী এলাকার অনেকেই উপকৃত হচ্ছেন।