নিজস্ব প্রতিবেদক ॥ ২৪ টি দল নিয়ে আয়োজিত হাউজিং ফুটবল লীগ-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। ১৯ নভেম্বর শুক্রবার রাত ৮টায় হাউজিং এস্টেট ঈদগাহ ময়দান সংলগ্ন এবিসি ফুটবল মাঠে বহুদলীয় এই ফুটবল লীগের শিরোপা নির্ধারনী খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে এবিসি ফুটবল ক্লাবের প্রতিপক্ষ হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করে মাসুম ট্রেডার্স। খেলার শুরু থেকে এবিসি ফুটবল ক্লাব ম্যাচের উপর নিয়ন্ত্রণ রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে বেগ পেতে হয় তাদের । প্রথমার্ধে এবিসি ও মাসুম ট্রেডার্স একাধিক সুযোগ সৃষ্টি করলেও গোলপোষ্ট মুখে উভয় দলই গোল করতে ব্যার্থ হয়। এবিসি ফুটবল ক্লাবের গোল কিপার রাশেদুল ইসলাম রাসেলের দৃঢ়তায় প্রথমার্ধে দুইটি নিশ্চিত গোল করতে ব্যার্থ হয় মাসুম ট্রেডার্স। ফলে গোলশুন্য থাকে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে উভয় দলই সমান আক্রমণে সুযোগ তৈরি করে। তবে আক্রমণ ভাগের ব্যার্থতায় কাজে লাগেনি কোন সুযোগ। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় এবিসি ফুটবল ক্লাবের সংঘবদ্ধ আক্রমণে মাসুম ট্রেডার্সের গোলমুখে ইমরানের নিখুঁত পাস থেকে রাসেলের দর্শনীয় গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এবিসি ফুটবল ক্লাব। দ্বিতীয়ার্ধে রাসেলের করা এই এক গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। হাউজিং ফুটবল লীগ -২০২১ এর চ্যাম্পিয়ন এবিসি ফুটবল ক্লাব। নৈশ ফাইনাল ম্যাচেটি উপভোগের জন্য দর্শকদের উপস্তিতি ছিল চোখে পরার মতো। মাঠের কানায় কানায় ঠাসা ছিল দর্শকদের উপস্তিতি। শিরোপা নির্ধারনী এই ম্যাচে শরিফুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নজু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কুষ্টিয়া পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মীর শওকত আলী বকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ, মজিবুল শেখ সম্পাদক দৈনিক কুষ্টিয়া দর্পণ, সভাপতি এডিটরস ফোরাম কুষ্টিয়া। শাহাবুদ্দিন শেখ লোটন , সভাপতি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, সাইফুল ইসলাম পিন্টু সাংগঠনিক সম্পাদক, শহর আওয়ামী লীগ।

Discussion about this post