আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : পানি সম্পদ এবং পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওরের সমস্যা সম্ভাবনা নিয়ে অন্তবর্তীকালিন সরকারের একটা মাস্টারপ্ল্যান আছে।
পূর্বের মাস্টারপ্ল্যানের সাথে বাস্তবতার কতটুকু সম্পর্ক আছে, বিভিন্ন প্রকল্পের কাজে জনমতের কতটুকু প্রতিফলন হয়েছে, আমরা আগে সেটা অনুধাবন করবো। তারপর যেখানে যা করার সেখানে তাই করবো। মোটকথা হাওড়কে বাঁচাতে ও পরিবেশ বান্ধব করতে কাজ করবে সরকার।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় জেলা কাবিটা বাস্তবায়ন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর,সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ দে, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবো অফিসার ও পিআইসির সভাপতিবর্গ।
এর আগে সকালে তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর-বাঁধ এলাকা পরিদর্শন করেন সৈয়দা রেজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম। এ সময় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ।
সভায় বক্তারা গত ৮ বছরে পানি উন্নয়ন বোর্ডের আওতায় হাওর রক্ষা বাধ (পিআইসি) এর কাজের নামে অপ্রয়োজনীয় পিআইসি ভাগিয়ে নিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটতরাজে জড়িত সিন্ডিকেট চক্রকে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

Discussion about this post