Print Date & Time : 1 August 2025 Friday 10:27 am

হাওরের মাটি পাচার কালে গ্রেফতার ৫

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের হাওর থেকে মাটি পাচার কালে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার কাস্তুল ইউনিয়নের মান্দার বিল হাওর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে অবৈধ ভাবে মাটি পাচারের অপরাধে ।

গ্রেফতারকৃতরা হলেন, আশুগঞ্জ উপজেলার মৈশারের বাসিন্দা অলি মিয়ার ছেলে সোহরাব মিয়া (৩৩), বাজিতপুর উপজেলার হুমাইপুরের বাসিন্দা আঃ রাজ্জাকের ছেলে এনাম মিয়া (৩৩), লৌহগাঁওয়ের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে মুজিবুর রহমান (৩২), কৈলাগের বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে মোস্তাকিম (১৭) ও একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে শান্ত মিয়া (১৫)। এসময় মাটি পাচারের কাজে ব্যবহৃত ১টি বাল্ক হেড, ২ টি ভেকু ও ৫ টি ট্রলি ট্রাক জব্দ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, গ্রেফতার কৃত আসামীগণ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) তৎসহ ৪৩১ প্যানাল কোড-১৮৬০ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।