মৌলভীবাজার প্রতিনিধি॥ হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের জেলার ৭টি উপজেলার ৩০টি ইউনিয়নের মাঠ পর্যায়ে জরিপ কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৬ মার্চ) মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ে জরিপ কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী খালেদুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,আব্দা বহুমুখী সমাজকর্ল্যাণ সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেসে (এস বি এস এস) টিম লীডার এ,এইচ,এস,এম,জাহাঙ্গীর আলম, জেলা সমন্বয়ক পরিতোষ দে, প্রশিক্ষক (্্এ্যাপ্স) এম,এইচ নাহিদ প্রমুখ।
কর্মশালায় জেলার ৪০জন মাঠকর্মী অংশ গ্রহন করে।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৬, ২০২২//

Discussion about this post