কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পীরের বাজার ও পাবই গ্রামে ২১ সেপ্টেম্বর ও ২২ সেপ্টেম্বর বারই গ্রামে নারী সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী হয়।
স্থানীয় নারী ও শিশু কিশোরীরা অনুষ্ঠান উপভোগ করেন। এই উঠান বৈঠকগুলো সফল করতে হাজিপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্যা সেলিনা আক্তার, মোছা: সেলিনা আক্তার, ও মাধবী রানী দেব সার্বিক সহযোগীতা করেন।
এর মাধ্যমে গত ১৫ বছরে বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অবদান তুলে ধরা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির এই সদস্য জানান ধারাবাহিকভাবে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন চিত্র আমরা হাটে বাজারে প্রচার করেছি। ইতিমধ্যে উপজেলাব্যাপী শতাধিক রোডশো অনুসঠীত হয়েছে, সেখানে মূলত পুরুষরাই অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ আওয়ামীলীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খাঁন জানান তাই এবার আমরা সকল ইউনিয়নের নারী সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্যোগ ।
উঠান বৈঠকগুলো নারীদের মিলন মেলায় পরিণত হয়েছে এবং সামাজিক বন্ধনও সুদৃঢ় হচ্ছে। এমাসের ২৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, এই ভিডিও প্রদর্শনীর মাধ্যমে তাকেও সম্মান জানানো হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post