নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীতে অবস্থিত বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘের কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে ১৬/১০/২০২১ তারিখে সকাল ১১ টায়, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের নির্বাচনে পরিচালক পদে জয়লাভ করায় হাজী আবু জাফর মোল্লাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুর রশীদ চৌধুরী, বিশেষ অতিথি এ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম ও মোঃ নজরুল ইসলাম, উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, সাংবাদিক মকুল খসরু, মাহাতাব উদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন আব্দুস সাত্তার। সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করেন এ্যাডভোকেট আব্দুল জলিল। পরিচালনা করেন হাজী খাদেমুল ইসলাম।

Print Date & Time : 22 August 2025 Friday 11:03 pm