Print Date & Time : 30 April 2025 Wednesday 7:26 pm

হাজী জামাল উদ্দিন দুলাল মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া):

কুষ্টিয়ার দৌলতপুরে মরহুম হাজী জামাল উদ্দিন দুলাল মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস মহাবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন,দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু।বিএনপি নেতা  আবুল কালাম (কামরুল মোল্লা) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম,অত্র কলেজের সভাপতি মো. আলাউদ্দিন,উপজেলা যুবদলের সদস্য আজিজুর রহমান আজিজ,আড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজ,বড়গাংদিয়া বাজার কমিটির সভাপতি বাদশা হক, বিশিষ্ট ব্যবসায়ী ও খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম কালু,মো. উজ্জ্বল হোসেন।এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।