কুষ্টিয়া প্রতিনিধি: ব্যাপক উৎসবমুখর বর্ণিল আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলার ১নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম মুসতাক হোসেন মাসুদকে গণসংবর্ধণা দেয়া হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল মাঠের ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে বজলুর রহমান বজলারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসংবর্ধনায় প্রধান অতিথি নয়া চেয়ারম্যান এম মুসতাক হোসেন মাসুদ ছাড়াও ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছাসহ বরণ করে নেন আয়োজক কমিটির উদ্যেগে। পরে উপস্থিত অতিথিরা নব নির্বাচিত চেয়ারম্যান এম মুসতাক হোসেন মাসুদকে জনগনের দেয়া দায়িত্ব পালনের দিক নির্দেশনাসহ মূলবান পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিনের উপ মহাব্যবস্থাপক হিছাব উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকতা এম মঞ্জুর হোসেন, দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, নিলুফা হোসেন বেলী, আই এফ আইসি ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবস্থাপক তহিদুল ইসলাম, জাসদ নেতা জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আজ্জাত আলী আজাদ, ইউপি সদস্য রাজু আহমেদসহ যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দৈনিক দেশতথ্য//এল//